কবিতার উন্নতি দিয়ে কি হবে মশাই?
কবিতা দিয়ে কি ভাত-কাপড় পাওয়া যায়?
এত পড়াশোনা এত বেশি ভাবনার সময় কোথায়!
মাস আনি মাস খাই মাস শেষে পান্তাও ফুরায়।


আমার স্ত্রী খুব ভাল নরোম তুলতুলে রুটি বানায়
পাড়া-প্রতিবেশি সহকর্মীদের ব্যাপক প্রশংসা পায়
তবে আটার যোগান তো আমাকেই দিতে হয়
ব্রয়লার মুরগী- চাষের মাছ সেগুলোও তো বাদ নয়।


যদি কিছু উন্নত কবিতা দিয়ে স্ত্রীকে বলি, নাও
গরম পানিতে সিদ্ধ করে তুলতুলে রুটি বানাও
বিদ্রোহের স্লোগান আর মানবিকতার আহাজারি
যুদ্ধের সাথে মিশিয়ে বানাও সুস্বাদু তরকারি।
হবে কিছু? মেনে নিবে সে? মেরে দিবে নাক বরাবর
পাগল হয়েছে কবি মশাই তল্লাটে রটে যাবে খবর
তার চেয়ে বরং লুতুপুতু প্রেমের কবিতা লিখে যাই
অন্তত দুটো আটার রুটি আর প্রেমিকার মনটুকু পাই।