তুমি কি কিশোরিই আছ
চঞ্চল-প্রাণময় বয়ে চলা নদীর মত?
নাকি জৈবিক সংগমে ক্রমে নারী হয়ে উঠেছো
মরে যাওয়া নদীর মত নিষ্প্রাণ
দিনের পর দিন বানের জলে ধুয়ে আসা
আবর্জনা করছ ধারণ,
বারোমাসি চিতল আর বাস করে না
হঠাৎ ঝাপটে উঠেনা ঘোলা জলে?
কোন রহস্য কি আর জমে নেই
তল্লাটে আর কোন গল্প ঘুরে-ফেরে না?
তুমি কি এখন প্রেমের নভেল পড়ো
নাকি রাত-দিন যুক্তির অংক কষো
কখন কি হতে পারে, অথবা হতে পারে না
সব হিসাব কি তুমিই মিলাতে চাচ্ছ
বিধাতার হাতে কি কিছুই দিচ্ছ না?
তুমি কি এখন মানুষের মন পড়তে শিখে গেছ
বেসিক ইলেক্ট্রনিক সার্কিট বইয়ের মত,
কিছুই কি আর দুর্বোধ্য লাগে না
কৌতূহল জাগে না- আনকোরা প্রেমিকার মত?