নীল আকাশে ঐ চাঁদ ডেকে বলে;
পৃথিবী দূষণ কেন বাসস্থান বলে?
চল চল যাই মোরা পা দেই চাঁদে;
যত শীঘ্র পারি বসতি গড়তে!
চাঁদের মাটিতে মোরা গড়ব বাগান;
উন্নত পৃথিবীর উন্নত আশমান!
চাঁদের দেশে মোরা গড়ব ঘর;
পৃথিবী ছাড়লেও থাকবে না ডর!
চাঁদ থেকে পৃথিবী দূর কিছু নয়;
মাঝখানে শুধু শুধু অসংখ্য ভয়!
মানুষ পেরেছে সব এটা কিছু নয়;
অপেক্ষা শুধু আছে গড়বে সময়!
বিজ্ঞান যেখানে থাকে ব্যস্ত কাজে;
চাঁদ তারা কিছু না সময়ের মাঝে!