কি হিন্দু, কি মুসলিম, কি খ্রীস্টান, শিখ, বৌদ্ধ ইসাই
তোরা ভাই রক্ত মাংসের মানুষ সবাই
এক পৃথিবীতে জন্ম সবার,এক পৃথিবীর ফল খাই
এক সূর্য প্রতিদিন ওঠে, এক চাঁদেরই আলো পাই
এক আকাশের নীচে সবাই তো দিনরাত কাটাই
সবার আছে পিতা মাতা ইতিহাস খুলে দেখ ভাই
তবে কেন ধর্ম নিয়ে টানাটানি করিস সবাই?
জাতপাত দূরে ফেলে আয়রে তোরা মানবতায় জীবন কাটাই
আয়রে তোরা প্রেমমন্ত্র রাধাশ্যাম-এর গান গাই
একটি রাধা একটি কৃষ্ণের প্রেম কথা শোনাই!
না রে ওরে বুঝিস না ভুল, শুধু হিন্দু ধর্মর কথা বলছি না ভাই
সব ধর্মের পিতা মাতার ছিল রাধা কৃষ্ণের মত প্রেম কথাই
কারোর ধর্মকে ছোটো করে না মানবতা এটাই
প্রেম ভালোবাসাই অমর কথা জন্ম মৃত্যু একটাই
ধর্ম দেবে না পেটের খাবার, কর্ম করতে হবে ভাই
কর্ম ফলেই বিচার সবার স্বর্গ নরক এই পৃথিবীটাই
ভক্তির ভরে ভগবান পাই পরমেশ্বর একটাই
ভ-তে ভূমি,গ-তে গগন,ব-তে বায়ু,আ-তে আগুন,ন-তে নড় বা জল
ভগবানের কোনো রূপ নাই!
শুধু ভক্তি জন্মানোর জন্য প্রতিমা গড়াই
কি হিন্দু,কি মুসলিম,কি খ্রীস্টান,শিখ,বৌদ্ধ ইসাই
আত্মা অমর কর্মফলে এক পরমাত্মায় মিলব সবাই
তাই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
সকল ধর্মের পিতা মাতার প্রেম স্বয়ং বিষ্ণু নারায়ণী পরমেশ্বর
                            -॥০॥-