পৃথিবীর আলো আকাশ ফুল তারা,
ঐ হাসে ফুল অভ্র মরুভূমি সাহারা!
গোনা যায় না যেমন ফুল তারাকাশ,
আমার রূপ তেমন তোর মন প্রকাশ!
তোরই মাঝে খুদ্রনু বালিকণা এ মন,
তবুও তুই কম নস পরমাণুর মতন!
ছোটো নয় কোনো কিছু সমান ফুল,
তবু কেন শক্তিকে কাজে লাগাস ভুল?
ভালোবাসা গড়েছিল বিরাট পাহাড়,
অবিশ্বাস আজ তোর বালির সংসার!
সেই তো তুই আমারই প্রকাশ,
আমি করি সৃষ্টি তুই করিস নাশ!
তবু আমি আলো আকাশ ফুল তারা,
তোর মাঝে হাসি আমি আয়না গড়া!
তুই যদি এক তারা আমি তোর গগন,
গগনে যে আয়না গড়া সে তোর মন!
খন্ডের মাঝে মন অখন্ড এ কথা,
তোর মনে দুটো কথা রাধাশ্যাম একটা!
জেদী মন আজ তোর পতনের ফল,
অহংকার আজ তোর চোখের জল!
প্রেম মন জীবন ঐ সৃষ্টির ফুল,
নাম তোর যাই হোক করিস না ভুল!
বুঝেও বুঝবি না মোর ভালোবাসা,
তোর আলো আকাশ ফুল তারা ভাষা!
যেমনই ভাববি ওরে তেমনি আমি,
সবনামেই মিশে আছি রাধাশ্যামঐ!
ভালোমন্দ বিচার তোর মনে করি,
ভুল পথে গেলে আমি আয়না গড়ি!
জীবন ওরে সুন্দর ভাবিস যদি ভালো,
তোর মাঝে সেই আমি দুটোই আলো!
যে পথেই যাবি তুই আমায় পাবি,
তোর মধ্যেই আছি আমি সেই সবই!
ভুল করলে মনে বলি এ কি করলি?
ভুল শুধরাতে মনে তোর উপায় বলি!
যে পথেই যা তুই সে পথেই আমি,
চন্দ্র,সূর্য,গ্রহ,তারা ফুলাকাশেও ভূমি!
যে কথাই বল তুই আমারই ফুল বাণী,
যে কথাই ভাব তুই সবই তো জানি!
যে ভাষাই হোক তোর আমারই স্বরূপ,
যে ধর্মই হোক ঐ শান্তি প্রেমরই রূপ!
তুই ভাবিস আমি বড়ই জ্ঞান দি,
তাহলে পড়িস না বলে মন যদি!
আমাকে মানতে হবে এমন কথা নেই,
মানতে হয় মান তোর মা বাবাকেই!
ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর আমারই সব রূপ,
GOD,৭৮৬ সব আমারই তিন স্বরূপ!
সেই রাধা,সেই দুর্গা,মা কালীর প্রমান,
সেই শ্যাম,সেই শংকর,সুদর্শন সমান!
বুঝেও বুঝবি না মোর ভালোবাসা,
তোর মন আকাশ ফুল তারা ভাষা!
যখন তুই কষ্ট পাশ আমিও পাই,
তাই তো তোর মনে স্বপ্ন পাঠাই!
যখন তুই উঠে দাঁড়াস মাথা উঁচু করে,
তোর আনন্দ আমার ভালো লাগে রে!
যখন তুই দোষ দিস অন্য ধর্মকে!
তখন আমি সরে আসি তোর কাজ থেকে!
ভাবিস না রেগে থাকি তোর উপরে,
সবার কাছে থাকি আমি মনমন্দিরে!
যে বেশি ভালোবাসে তার কাছে আমি,
প্রেম মন্ত্র তোকেই বলি "রাধা শ্যাম"এই!
বলিস না তাকে মানে না যে ভগবানকে,
বিপদে পড়লে স্মরণ করবে তোকে!
ভক্তি আছে বলে হয়েছি তোর প্রেমী,
না হলে অদৃশ্য কথা মন অর্ন্তযামী!
ঠাকুর ঘরে থাকি আমি অদৃশ্য সেই,
ধুপ,দীপ,ফুলে ফুলে পাবি আমাকেই!
বুঝেও বুঝবি না মোর ভালোবাসা,
তোর মনমন্দিরে আমারই তো ভাষা!
কৃষ্ণ আমি সব আমি সেই রাধাশ্যাম,
গড,আল্লা,ভগবান আমারই সব নাম!
কোনো ধর্ম ছোটো নয় সব ধর্মে আমি
ভাষার রূপান্তর শুধু একই ঐ প্রেমই!
বুঝেও বুঝবি না ওরে কি বললাম,
বিশ্বাসই বড় মন ভগবানের নাম!