নয়ন সম্মুখ দিয়ে চলে গেল শতাব্দী;
বয়ে গেল নীলনদী ঢেউ তোলে মন!
ক্ষণিকের স্মৃতি রাখে মিশর পিরামিড;
রাজধানী পিছাবনী গড়ে রাজপথ!
হলুদ আকাশ লেখে কৃষ্ণ কোকিল;
কবে হবে দুই গতির মনের মিল?
শতাব্দী হাওয়ায় অশ্বর্থ পাতা ফেলে;
রাজধানী তুলে আনে আজ পিছাবনী!
জল যতই বাড়ুক মিশর রাজ ডোবেনি!
বিশ্বাসের মন্দিরে আজও জল ঢোকেনি!
মিশরের পিরামিড নষ্ট হয়নি!
কারণ যে বসেছিল আকাশবাণী।
নীল পৃথিবী চমকে ওঠে আজ শতাব্দী!
হলুদ আকাশ আজ রাজধানী মোদী!
একটি অশ্বর্থ পাতায় লিখেছে নাম!
মন্দিরে পড়ে আছে দিদি গিয়ে আন!
হয়তো সে ছিল আজ রাধাশ্যাম!
চোখের সামনে তুই তাঁর শতাব্দী নাম!