আচ্ছা বলতো  দেখি , কত তোর বুদ্ধি !!
পঞ্চগব্যে আছে কি কি পুজা-শুদ্ধি ?
কেন বল্ , বামুনেরা কানে তোলে পৈতে ?
টিকি কেন এন্টেনা-- পারবি কি কইতে ?
বোষ্টম ফোঁটা কাটে পরে কেন কন্ঠী ?
মোল্লারা দাড়ি রাখে , দোষ কোথা বোন টি ?
গোমূত্র বল্ কেন পরিচিত ' চোনা'তে ?
মৎস্যের ছানা বলে সব ' চারা পোনা' কে !!
বৃক্ষের ছানা ফের হয় ' চারা' নাম তার !
সব তো জানিস্ তুই ! বলিস্ তো বার বার !
এতো তো জানিস্ যদি বল্ দেখি ! আচ্ছা !
মানুষের ছানাদের কেন বলে বাচ্চা ?
মানুষ উন্নত জীব ! জিভ সর্বস্ব !
জিভ দিয়ে কথা কয় , পা চাটে অবশ্য !!
দুধ খাস্ গরু দুয়ে বাছুরকে ঠকিয়ে ।
কেউ তো তোলে না কথা এযাবৎ এ নিয়ে !
মাছ খাস্ , পাঁঠা খাস্ , দোষ নাই ওবেলা !
কেউ যদি গরু খায় , বাঁশ দাও আছোলা !
বেশ তো চাটের সাথে চিকেনের পকোড়া
বীফরোলে সোরগোল ; মেতে ওঠে ও পাড়া !!
ওই ওরা গরু খায় , গাধা কেন খায় না ?
কাক শুনি কাকেদের মাংস যে ছোঁয় না !!
গাধা তাই , গাধাদের মাংস অভক্ষ্য !
কখন কী খেতে হবে সে ব্যাপারে দক্ষ !!
চাঁদ যদি মামা হয় বল্ দেখি তারা কে ?
কাছাখোলা মোল্লা ? মালকোচা মারা কে ?
কাঁকড়া বা চিংড়ির হাত হ'লে - তা ' দাঁড়া' ।
' নেতা হবি ? ' - পুছতেই এক পায়ে তো খাড়া !!
স্বর্গে চড়াস চড়া ! চড়াস্ না মইতে !
কেড়ে যদি নিস্ ভাই , পারবো না সইতে !!