' সূক্ষ্ম '--বানান ঠিক ই জানে,
লিখতে গেলে ই দুঃখ ।
' ক '- এ দিতে মূর্দ্ধণ্য ' ষ ' টা
মেজাজটা হয় রুক্ষ ।
পাচ্ছে না বাগ , তাই যত রাগ
নতুন কেনা স্মার্ট ফোন !!
বিধান তখন বাতলে দিলেন
বলেন , তিনি , " শোন্ বোন !
প্রথমে ' কে ' টিপেই রেখে
' এস ' আর এম' -এর সাথে --
" অভ্র " টা লোড করতে পারো
ঢোকে না যখন মাথে' !!
বাংলা টাইপ ভীষণ সোজা
কেবল হবে চিনতে
ফ্রি তে পাবে সফ্টো- ওয়্যার
হচ্ছে না তো কিনতে ।
রিঙ্কু বলে , " গাল দিও না
খণ্ড ' ত ' ও আছে !
'র ' আর ' ড় ' -এ গুলিয়ে যায় ,
তোমরা আছো কাছে --
তাই বাঁচোয়া !! ভুলটা ধরো
লিখতে পারি তাই !
মনের কথা ফেশবুকেতে
পাচ্ছে তো ঠাঁই , ভাই !!
আছেন ব্রতী দাদামণি
তিনি জ্ঞানের খনি ।
তোমরা মাথায় হাত রেখেছো
সেই ধনে মুই ধনী !! "