বহুত খতরা ছিল , মেনেছেন খাত্তার
সামলাতে আগে ছিল প্রস্তুতি দরকার !
ডেরা সাচা সৌদার পাঁচ কোটি ভক্ত
অবস্থা বিগড়োলে সামলানো শক্ত !
দেখলে তো , চলে গেল তিরিশ ভোটার !
একশোর বেশি গাড়ি পুড়ে ছারখার !
পুলিশের গুলি নিল প্রাণগুলি তুলে
ধর্মীয় শহীদের ! তোমাদের ভুলে ।
বাবা রাম রহিমের শখ ছিল-- গাড়ি
না হয় ঈষৎ কিছু ছিল-- সুরা, নারী !
কিন্তু বাবার দ্যাখো মহিমা অপার !!
বৈতরণীটি ভোটে করে পারাপার !
পি-এমের ট্যুইট টা পড়েন নি যারা ।
বৃথা এই ভারতের নাগরিক তারা !!
বাবার বিচার আজ করে আদালত
জনতার মতে- -বাবা অতীব মহৎ !!
খাত্তার বলেছেন -- অতি ' শেম ! শেম !! '
এই হেন ভায়োলেন্স করি কনডেম !!
দুর্জনে বলছে তো , হয়েছে টা কি ?
আমি কি ঘুমিয়ে নাকি , নাকে ঢেলে ঘি ?
পাঁচকুলা জ্বলছিল -- হাতে ভায়োলিন !
কি করে জানবো বলো , আসবে এদিন ?
যাই হোক , আজ যারা টিভির পর্দায়
এ ই হেন দৃশ্যকুল দেখিবারে চায় --
' অচ্ছে দিনে 'র সিন করিলেন মিস
জেনে শুনে পান তারা করিলেন বিষ !!
পরিশেষে এ ও বলি,
হায় হায় ! ঘোর কলি!
মুখে আনা হেন কথা ঘোর মহা পাপ !
রেপ কেসে বাবা দোষী !!
হোলো না কি বড় বেশী ?
ভয় নাই প্রাণে যদি লাগে অভিশাপ !!