আজকে ' বাবা 'র বিচার হোলো
' বাবা ' --' না-নির্দোষ ' !!
ভক্তজনের চোট লেগেছে -
চিত্তে অসন্তোষ !!
-- " 'বাবা'র আবার বিচার কি হে ?
সব ই তেনার ইচ্ছে !!
ভেলোরে যাও ! মাথার ব্যামোর
করাও না চিকিচ্ছে !!"
আরে বাবা !
রসে বসে থাকেন 'বাবা'
করিতে চান সৃষ্টি
ঔরসে তার নতুন প্রাণের--
তাই তো দয়াবৃষ্টি !!
তোমরা যারা মূর্খমতি
' ধর্ষণ ' দাও আখ্যা !
সাধ্য বোধগম্য নহে
বাবার কাজের ব্যাখ্যা !
দুরাচারী ঐ দু-নারী
পারতো হ'তে ধন্যা !
ডুবতো যদি নিশ্চুপেতে
' বাবা'র প্রেমের বন্যায় ! "
" কি বললেন ?
-- এই ভারতে , ধিক্ সে এমন 'বাবা' !!
দিনের বেলায় মস্তকে হাত
রাত্রে বসান থাবা !! "
-- " আরে মশাই ! সিংহ পুরুষ
বীর্যটা তো দেখুন !!
খুনের গরম হয় নিরামিষ ?
আহার্যে চাই নুন !!
বোঝেন না ক্যান্ , নইলে জীবন
কেবল ই বিস্বাদ !!
' কৈবল্য ' পেতে হ'লে
' তর্ক - বিচার ' বাদ !!"
-- " তোমরা তো ভাই , বুঝলেনাকো
বাবার এ মাহাত্ম্য !
বুঝেছিলেন স্বয়ং পি এম
আর কিছু অমাত্য !
ভক্তি পেলে বাদ দিতে হয়
বিচার এবং যুক্তি !
' বাবা'র ই তাই চরণতলে
খোঁজেন তাঁরা মুক্তি !
দেখেন নি কি সেই ছবিটা--
ভক্তিতে অটল
মস্তকে হাত-স্পর্শ পেলে
মনে পেতেন বল !
সেই সে কথা নেই কো মনে
ধীরেন ব্রহ্মচারী
ইন্দিরাজীর ধম্মোগুরু
ভুলতে কি আর পারি ?
আর সে ' বাবা '-- নিত্যানন্দ
' রাধে-মা 'এর কথা !!
মহিমা টা বুঝলে না গো
বড্ডো লাগে ব্যথা !!
(আর
সেই ছবিটা ?--- )
বাবার পায়ের তলায় বিরাট
এবং আশিস মাগেন নেহেরা !
আহা !! বাবার
সৌম্য মূরত !! প্রশান্ত চেহারা !!
আর যে আহা ! বৃদ্ধ তিনি
আশারামজী বাপু --"
--- " বাপু ?
বাপু জানি গান্ধীজীকে ! "
-- " আর পারিনা ! বাপু !! "
-- এই বাপুটি কি করেছেন ?
-- " ভুলেছেন , এর মধ্যে ?
কত কথা বলব , বল--
এই টুকু এই পদ্যে ? "