এবার খবর বাজার গরম
বিজয়াতে জয় মহরম !!
হয়তো হবে রাস্তা ঘাটে
অস্ত্র হাতে শোকের মিছিল ;
ভাসান দিতে গঙ্গাঘাটে
লাঠির ঘায়ে ফাটলে মাথা
সামলাবে কে পড়লেটা ঢিল ?


অনেক ভেবে অনেক রকম
বলল সি এম , এমন যখন
সংখ্যালঘুর উচ্ছবেতে
বাধ সাধা কি ন্যায্য হবে ?


রাজ্য তখন করল জারি
মুসলমানের পক্ষ নিয়ে
এক ফরমান একতরফা ই --
যতই লিখুক পঞ্জিকাতে
ভাসানটা ঐ বাবু ঘাটের
হচ্ছে না তাই ঐদিনেতে ।


গোঁয়ার সে এক হিঁদুর ই ছা
হোলো তাহার বেদম গোঁসা
উঠলো ফুঁসে এমন শুনে
এই আদেশের নেইকো ক্ষমা !!
ঠুকে দিল হাই কোর্টেতে
স্বার্থে হিঁদুর মোকদ্দমা ।


হাই কোর্ট ও এমনি পাজি
গররাজি হয় সব ব্যাপারেই
রাজ্য যখন মামলা করে
আমলা উকিল সি এম ব'লে
গ্রাহ্য তেমন করেই না যে !!


রায় টা দিল বিচার ক'রে ,
পুলিশ বসুক নড়ে চড়ে
শৃঙ্খলা আইন রাখবে না তো
আছে তারা কিসের তরে ?
এমনতরো নাই দিলে তো
সবাই এমন মাথায় চড়ে !!


পরব আছে দুই ধরমের;
মুসলমানের মিছিল হবে ,
হিন্দুরা কী দোষ করেছে-
ভাসানটা বাদ পড়বে তবে ?


রাজ্য বলে , গ্রাহ্য এ নয় ।
আমরা যাবো সুপ্রিমেতে ।
হাই কোর্টেতে হেরেছি তো
কি আর এমন মুখ পুড়েছে ?
বিরোধীরা বলছে বলুক ,
আমার তাতে বয়েই গেছে !!


কোর্ট-কাছারির পয়সা লাগে !!
পয়সা লাগে-- কেন্দ্র দেবে !!
জনগণের ট্যাক্সো আছে !!
তাই বলে রই মুখ কি বুজে --


স্পস্টকথা কইবো না ?
ধর্ম নিরপেক্ষ মোরা !
ধর্মে আঘাত সইবো না !!


**সুখের কথা -- শেষে অবশ্য "মধুরেণ সমাপয়েৎ " ই হয়েছে। ঠিক হয়েছে  বিজয়ার ভাসান ও হবে-- মহরমের মিছিল ও হবে --ঐএকই দিনে । দুই ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান !--এই তো চাই !!