ধর্মের কল বাতাসে নড়ে
জনতার প্রাণ আসছে ধড়ে ।
নড়ে চড়ে বসলো দল
স্টার্ট হোলো যেই খুড়োর কল !
ওই তো কাছে " অচ্ছে দিন "
ছুটছে গাধা লাগাম হীন
একটু যদি নাগাল পায়
খপাত করে তবেই খায় !!
নাকের ডগায় ঝুলছে মুলো
কানে ও তুলো - পিঠে ও কুলো
পাবলিকেতে চায় হাতাতে ,
পারছে-টা কই ধরতে তায় !!
ধর্মের কল নয় ভারি
থার্মোকল ও যায় হারি ' !
ওজনে গ্রাম কয়েক শ'
ফুঁয়ের জোরে নড়তে থাকে
কি জানি কি রহস্য !!