' আদৃতা ' মানে আমাদের আদরের দিদিভাই ; শিখা -পার্থের নাতনি
' ধিতাং ' ! আশিস-সোহিনীর মেয়ে ।এখন গুরগাঁওতে মা-বাবার সঙ্গে থাকে । আমাকে সে ডাকে ' কাকুদাদু ' ব'লে । আর ওনাকে ডাকে ' মাসি-দিদা ' । আজ তার জন্মদিন । প্রাক্ কথনে পরিচয় করিয়ে দিলাম । এবারে ছড়াচ্ছি আমার ছড়া । তারপর ওখানে হয়তো কেক কাটা হবে । তার পর আপনারা আমার মত আশির্বাণী উড়িয়ে দেবেন । উড়তে উড়তে ঠিক দেখবেন --ঠিক ওর মাথায় গিয়ে পড়বে । খিলখিলিয়ে উঠবে ও !!
আদৃতা , ভাই ! ও মোর মিতে !!
জন্মদিনে তোর পিতাকে
আমার হ'য়ে আজকে বলিস্
নামটা তাহার উধার দিতে ।


মাসোহারিনী মা সোহিনী
লুকিয়ে রাখা ব্যালান্স ঘেঁটে -
পিতৃদেবের পকেট কেটে
জমিয়েছিলেন যা কিছু সব
সংসারের ই খরচ ছেঁটে--
সেই জমাতে হাত বসাতে
হ'ন যেন আজ অকৃপণা !!


আজ যেন তোর জন্মদিনে
মনের মত জিনিস কিনে
দরাজ করে খরচ করেন ,
ফতুর না-হয় হোন না ক্যানে
আজকে দিনের উন্মাদনায় !!


খরচা করুন হাতটি খুলে
খরিদ করুন শস্তা দরে
বদলে না হয় মিলতে পারে
তোর সে হাসির চাঁদের কণা !


ভালোবাসি ! ভালোবাসি !
তোর সে হাসি বড্ডো যে রে !
কলকাতাতে অনেক দূরে ---
মাথাতে তোর হাত রেখেছি !
হাত রেখেছে , জেনে রাখিস্
এবং সে তোর মাতার মাসি !!
ভালোবাসি ! ভালোবাসি !
তোর সে হাসি বড্ডো যে রে !


কাকুদাদু ও মাসিদিদা
২৭শে জুলাই , ২০১৭
আশাবরী,
কলকাতা