(হাস)পাতাল থেকে আলাপ


সংসারের নিত্য প্রয়োজনে
তুমি একদিন গাঙ্গুলীবাগানে
' বিগবাজার ' যেতে গিয়ে ভুলে --
--ভুলে নয় ঠিক--
হাট না বাজার আগে-- বাজার না হাট --
এই সব চিন্তার গোলমালে
শেষ মেষ ' আইরিশে' ঢুকে পড়েছিলে ।


বাজারে তো এসেছিলে , নিশ্চই হাটে নয় !!
তবু ওরা বলে দিল, তোমার অসুখ দেখ ,
পাওয়া যাবে খোঁজো যদি হার্টে ।
আমরা সকলে জানি ,
'আইরিশ' বহুমুখী সর্বাসুখ নিরামক
অতি আধুনিক এক চিকিৎসার স্থল !
আর , উলটে ওদিকে,' বিগবাজার '--
সেটা এক আধুনিক কেনাকাটা মল !!


তুমি দুটোর ই প্রকৃতি বিচার করে
সিদ্ধান্ত নিলে বিশ্রামে 'আইরিশ' ই শ্রেয় !
ওখানে গেলেই এসে যায় পেরামবুলেটার
হালকা নীল স্কার্ট্ - ব্যালেরিনা জুতো
নিয়ে যায় সাদা বিছানায় --
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে --
অনম্বর উদোম শরীর ঢেকে দেয়
আরো সাদা নরম চাদরে ।
( তোমার উপর টা এখন নিষ্কলঙ্ক সাদা
ভিতরে যতই থাক কালো কারবার )
তারপর চলে সারাক্ষণ বেয়াড়া আদর--
আর
আইসিউ প্রেক্ষাগৃহে -শ্যেণ -নিরীক্ষণ- !!!
আই সি ইউ---!
অর্থাৎ আসো বাছা ! এই বার দেখছি তোমাকে !!
কি করে দুইতে হয় তোমার গো-ধন !


বলে গেল , সামুরাই ডাক্তার দু-জন
এমারাই রিপোর্টেতে
ধরা পড়ে গেছে ফুসফুসে কয়েকটা ফুটো ,
বেলুন চুপসে যায় তাই !
তাছাড়া ,
ছটফটে দুষ্ট হৃদয় বদলটা এখন ই বড়ো প্রয়োজন ।
তোমার সঞ্চয়ে ঐ আছে খড়কুটো --
বড়ো বাড়াবাড়ি !
তুমি তো নিশ্চিন্তে শুয়ে --বলো দেখি, এখন কী করি !!