গোপন কথাটা ভাই রাষ্ট্র ক'রে দিলে !!
কেহই বোঝে না , আমি হিন্দি বলিলে ।
মিথ্যা বলিবার দোষে
জিভ মোর যাবে খসে
যদি বলি ভুলে গেছি বাপ-মার ভাষা ।
ভোলেনা কখনো কেউ
বিদ্যার সাগরে ঢেউ
যতই উঠুক কেন ! --আমি গাঁ'র চাষা
কখনো ভুলিতে নারি
মুখে যত বাৎ মারি
ইংরাজি বুলি ছাড়ি ; হিন্দিটা খাসা !!
যত কই ইংরাজি বাংলাতে নিমরাজি
হিন্দিটা তবু বুঝি কিছু ভাসা ভাসা !!
হিন্দি যতটা চিনি
চিনি তা কি দক্ষিণী ?
যাই বলো বাংলাটা সব চেয়ে খাসা !!
মাতৃভাষার আমি দিই যে দোহাই !
(' বিড়াল'কে তারাপদ বলেন ' বিলাই ')


**পরশু ছিল ' হিন্দি দিবস ' । ঘটা ক'রে হিন্দি দিবস পালন করা র ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢোকে না । সংবিধানে কি হিন্দিকে আলাদা করে রাষ্ট্রভাষা বলে কিছু বিশেষ মর্যাদা দেওয়া আছে ? আমার কাছে আমার মাতৃভাষা বাংলাই আমার প্রদেশের ভাষা --আমার দেশের ভাষা -- আমার রাষ্ট্রভাষা !! হিন্দি কে অন্যতম রাষ্ট্রভাষা বলতে পারি --