আজকে আমার পা -- সত্তরের ঘরে !!
কে যে কখন মরে !
কেউ তো জানে না
কতটা
আয়ূর সীমা !
তা তো কেউ বলতে পারে না !
দেখেছি ,
সিঁদুরের টিপ দেখে অনেক রোমিও
মানে মানে সরে পড়ে--
পিছিয়ে যায় দশ হাত দূরে --
ওঃ ! ওখানে তাহলে দেখি
প্রবেশ নিষেধ !!
আমি জানি ,
এবং মানি ও
আয়ুষ্কালের ভালে ও
একটা অদৃশ্য লাল টিপ থাকে !
ট্র্যাফিকের রুল থাকে !
ওয়ার্নিং থাকে হলুদের !
অতএব ,
সাবধানে ব্রেকে রাখো পা
সবুজ সংকেতে ফের
শুরু ধীরে চলা !
গাড়িটি চালাও --কিন্তু দ্যাখো এক্সেলেটারে,
এ বয়েসে স্পীড বাড়িও না !
মেনে চলো ট্র্যাফিকের রীতি
নইলে মরণ গীতি 'বলো হরি --হরি বোল'
কাঁচঢাকা স্বর্গরথে সিফট হয়ে যাও !!
সত্তরে দিয়েছি পা
তাই , আজ জন্মদিনে
ফ্রি-চিনি চা !
গৃহিণীর মিস্টি হাতে
পায়েস ও খাবো না !!