কাকলির জন্মদিনে --
কার আর নাই বলো পয়সার দরকার ?
জানতেন ভালো ক'রে হরিদাস সরকার !
অর্থের রোজগারে ছিলনাকো ক্লান্তি !
সংসার সামলাতে ছিল ঘরে শান্তি !
আদরের এক মেয়ে - জামাই ও মালদার !
কাকলির পদবীটা হয়ে গেল হালদার !
ভারি ভালো জামাতাজী নামে ও তো ভাস্কর !
জাহাজের সিঁড়িগুলো ভেঙে ফেলে পর পর !!
যেমনই গিন্নিটি -তেমন ই কর্তা !
মেলেনা জামাই হেন , জেনো গড়পড়তা !!
কাকলি ফুলের কলি ! ছিল এক রত্তি !
চুল আর বুদ্ধিতে মাথা ছিল ভর্তি !!
লক্ষ্মীর হাতে বীণা আর বই পত্তর !
ভগবান যারে দেয় ফাড়কে যে ছপ্পর !!
আমরা কি দিতে পারি ? শুখনো আশির্বাদ !!
প্রায় ই তো দেখি তাই জন্মের দিনে বাদ !!
মজা ক'রে বললাম রাগ যেন না করো !
আনন্দ জলে ঘট সর্বদা তা ভরো !!


* (জামাই বাবুদের নিয়ে শ্যালিকাদের মজা করার অধিকার চির স্বীকৃত । অতএব কেউ যেন রাগ ফাগ না করে বাবাকে বলে দিও - মাসী )