এক হোমিও ডাক্তার বলেছিল ,
জ্বর কোনো রোগ নয় --
রোগের লক্ষণ !
সে আরো বলেছিল--
সেটা
খানিকটা
দার্শনিক কবিতার মত ।
বলেছিল ,
হতে পারে কান্না
এক প্রকার চোখের অসুখ ;
রোগটার রুট কিন্তু মন !!
রোগিনীর হাত খানা ধরো
দেখে নাও ইড়া পিঙ্গলা -
সুষুম্না খরস্রোতা কিনা ;
কান পেতে শোনো
বুকের ভিতর
হয়ত বা জমে আছে
পুরোনো শ্লেষ্মার সঞ্চয় ;
চোখের পাতাটি টেনে ধরো
অভিজ্ঞতা বলে দেবে
রক্ত শূণ্য চোখে
কিসের অল্পতা ছিল
নেত্রনালী শুকোলো বা কেন
অথবা
কেন প্রবাহিত হয় যখন তখন !!
কান্না কোনো রোগ নয়
রোগের লক্ষণ --
কেউ কেউ খুব কাঁদে
কেউ কেউ আদৌ কাঁদে না
কেবল বিস্ফারিত নেত্রগোলক
আগুনের মত রক্তিম হয়ে যায় !!
কান্না কোনো রোগ নয়
রোগের লক্ষণ !!
রোগটার রুটটাকে
খুঁজে বার কর !!