মাঝে মাঝে নীরবতা ভালো ।
মাঝে মাঝে ঝড় হোক, একটু আধটু
নামুক সুনামি !
মাঝে মাঝে ঠোকা ঠুকি
পরিপাটি
ঘটি বাটি --
কাপ ডিস দামি --
ভাঙ্গছে ভাঙুক
ঝন ঝন !
আবার নতুন ক'রে কেনা যাবে'খন !
মাঝে মাঝে
মন কষা কষি
হওয়া ভালো !
হাতের মুঠোয় আসে কিছুটা সময় ।
মসী ও লেখনী নিয়ে বসি --
ঠোঁটের অসিতে ই ধার বেশি--
এতোদিনে জেনে গেছি ব'লে--
রেশারেশি না বাড়িয়ে
টেনে ধরি লাগামের রশি !!
না হয় কয়েক' ঘন্টা-
আমোদেই থাকি --
কি বলেন ?
আর সে বয়েস নাই--
তোষামোদ করিনাকো তাই !!
আমোদেই থাকি !
বাকি ?
খাওয়া দাওয়া ?
রাঁধন -বাড়ন ?
রাখুন ! রাখুন !!
দেখুন না , ঐ রাগ
থাকে কতক্ষণ !!
*** প'ড়ে ট'ড়ে জানি, বলবেন
-- 'মন্তব্য এ ব্যাপারে নিস্প্রয়োজন !!'