একদিন এক নৈশকালে চাঁদ উঠেছে খ-এ ।
ছায়াপথে আকাশ- জোনাক উড়ছে শ'য়ে শ'য়ে ।
হয়ে চ'ড়ে বাতধ্বজ মেঘ এলো এক ধেয়ে
দেখতে পেল চাঁদ তারাদের বক্র চোখে চেয়ে ।
মেঘ বললো , বড্ডো খিদে ,দাও না কিছু খেতে !
মোতির মত দুধ-সাদা ভাত ছড়ায় কে এই রেতে ।
তারারা সব ভাতের মতন, চাঁদ যেন সে রুটি --
চলে যাবে যা হোক পেলে , নুনেই মোটামুটি !!
আজকে যদি ভাত ছুঁড়ে দাও, কুড়িয়ে খেয়ে নেবো ,
না যদি দাও , এখন আমি কান্না জুড়ে দেবো ।।