দাঁতের ব্যথা, বাতের ব্যথা,ঘাড় ঘোরাতে কষ্ট
মশারিতে মশক ঢুকে ঘুমটা করে নষ্ট।
মশারি তো মশার অরি
ছিদ্র পথে প্রবেশ ক'রি
কানের কাছে গান শোনানোর মতলব টাই স্পস্ট !!
মশারির ঐ কোণে বসা
কৃষ্ণ বরণ ঐ যে মশা
মনে হবে , কৃষ্ণের জীব ভয়েতে আড়ষ্ট !!
গুঞ্জনে আর শিঞ্জিনীতে
নিদ্রা বিহীন অক্ষি পাতে
যখন তারে ধরতে যাবে লক্ষ্য হবেই ভ্রষ্ট ।
ব্যর্থ সকল চেষ্টা খালি
শিশুর মতন করতালি
হাত ফসকে উধাও হবেই, হও না যতই রুষ্ট ।
রুধির তোমার পান করিবেক করতে শরীর পুষ্ট ।


মশার মত চালাক প্রাণী পাবেন না আর কুত্র ;
মশারিতে প্রবেশ করে,কী যে তাহার সূত্র ।
বসবে বেছে কানের পাতায়,
নাকের ডগায় , কিংবা যেথায়
হাতের নাগাল পৌঁছবে না , এঁটো হাতের তেলো ,
এই দেখছি পায়ের পাতায় ,
এই যে গালে , ওই যে হোথায়
হেথায় ছিল কোথায় গেলো ওই যে উড়ে গেলো !!


তাই বলছি মশার মতন পাবেন আর প্রাণী !!
সব ই তাদের বদমাইশি সবটাতে শয়তানি ।।


মশার মত মারক মশাই , পাবেন না আর জীব
একটি ছোটো সূচ ফোটালেই বেরিয়ে যাবে জিভ
ডেঙ্গি, জিকা,ম্যালেরিয়া
ইয়োলো ফিভার ,ফাইলেরিয়া
চিকন নামের চিকেন গুনি
আজকাল যার নামটা শুনি,
সকল মারণ রোগের যোগে ভিলেন নেগেটিভ !!
মশার মত মারক মশাই , পাবেন না আর জীব ।


এদের দলে আছেন মেলা,
এনোফিলিশ,বাইরোনেলা,
কিউলেকস বা চাগাসিয়া--অন্ধকারের ডন,
দাউদ কিংবা ছোটা রাজন
রক্ত ঝরান যখন তখন
কিন্তু শোষেন রুধির মশক,শাসক মন্ত্রীগণ।
মিথ্যা কাঁদন রাজনীতিকের, হাসেন সাধারণ !!!


পাচ্ছো বোধ হয় এসব কথায় রাজনীতির ই গন্ধ
মশক গীতির এবার ইতি, এবার কথা বন্ধ ।।