ভাবতেছি আজ  করি কনফেশ , গোপন কথাটা বলি ,


কী কুক্ষণে হেন দুর্মতি ,এখন দু-কান মলি ।


মুম্বাইতেই প্রবাস যখন হয়েছিল তার শুরু ,


পোর্ট ফোলিও ম্যানেজমেন্ট টা আসলে নাটের গুরু ।


ভুগছি এখন অ্যাডিকশনে , তখন  যা ছিল পেশা


এখন সেটাই দাঁড়িয়ে গিয়েছে শেয়ার খেলার নেশা ।


পয়সা কড়ি আসতেছিলো প্রথম প্রথম বেশ ,


অতি লোভেতেই বাড়িয়ে দিলাম ইনভেস্টের রেশ ।


এখন কেবল ধ্যান জ্ঞান সব সেন্সেক্স আর নিফটি ,


সি এন বি সি আওয়াজেতে ই স্থির হয়ে আছে দৃষ্টি ।


যখন দেখি সবুজ আঁখর তখন বহুৎ খুশ !!


রক্তিম টা রক্ত ঝরায় , শিরেতে দুর্মুশ ।।


উঠছে বাজার কাছিম চালে , নামছে শশধরে ,


আমার মত ট্রেডার যারা , শিটিয়ে থাকি ডরে ।।


তাই তো বলি , অভিজ্ঞতায় মতটা সুস্পস্ট ,


অধঃপতন যতই সহজ , উত্থান তত কষ্ট !!


সব ক্ষেত্রেই একই নিয়ম ,উপরে উঠতে সিঁড়ি !


নামলে  হাতে সিগারেটের বদলে স্বদেশি বিড়ি !!!