নেই ভাগ্যিস আমাদের মাঝে সত্যজিতের ঘরনী
কপাল চাপড়ে বলতেন তিনি " দ্বিধা হও তুমি ধরনী "।
রায় বাবুকে বলতেন , " তুমি ,আরো আগে কেন মরনি,?
নিদেন পক্ষে ভাগ্যে জুটতো তোমার নামেতে সরনি ।
ধ্বস নেমে দ্বিধা হতে পারে পথ ; বরষাতে ভাসে তরণী ,
সরনির থেকে ঢের ঢের ভালো , পেয়ে গেলে তুমি ধরনী ।
ধ্বসের খাদেতে বেঘোরেতে পড়ে তুমি তো আর মরোনি !
তা ছাড়া , তুমি তো কবি টবি ধরে নামাঙ্করণ ও করনি !!
এটা জেনে রেখো , ধরায় ধরণী , আর সরা তে তো থাকে সরনি
ভাগ্যটা ভালো রাস্তাটা চেয়ে পেয়ে গেলে পুরো ধরণী " !!


* ইদানীং কোলকাতার লী রোডের নাম পরিবর্তন  করে সত্যজিত রায় ধরণী করা হয়েছে ।