শহরের ত্রিফলারা জানে
নৈঃশব্দ্যের মানে ।


ত্রিফলারা জানে --
মধ্যরাতে কোনো ধাবমান
মোটরের আকস্মিক ব্রেক
মানে--
কেউ চায় পরিত্রাণ
হয়তো বা হয়ে গেছে ছুটি
হয়তো উধাও হোল মূল্যবান প্রাণ !!


ত্রিফলারা জানে --
মধ্যরাতে
কোন কোন মাতালেরা মাতে
শেয়ালের মতো করে সুযোগ সন্ধান
যদি কিছু মিলে যায় উত্তম শিকার ।


ত্রিফলারা জানে --
আসন্ন মৃত্যু মানে
মার্জারের ভীরু পায়ে পথ পারাপার
কিংবা রাতে
একা পথে শাড়ি শালোয়ার ।


ত্রিফলারা জানে --
প্রতিবাদ মানে
হয়তো বা মরণের স্বাদ !!


ত্রিফলারা শুধু দ্যাখে , শুধু দেখে যায়
ওদের তো অঙ্গ নেই
রক্তে নেই নক্তে কৃত্য কিছু
কেবল দাঁড়িয়ে থেকে সাক্ষী হওয়া ছাড়া ।
শুধু দেখে যাওয়া কাল ঘটমান--
বিস্ফারিত নিদ্রাহীন চোখে
বুকে পুষে কিছু অভিমান ।।


বিঁধবে এমনতরো ফলা--
তেমন ধারালো কই ?


নামেই ত্রিফলা !!!
*কলকাতার রাজপথে এখন তিনটে আলোওয়ালা নতুন বাতিস্তম্ভগুলি শোভা পাচ্ছে ।ও গুলো কে ত্রিফলা বলা হয় ।