পড়াচ্ছেন তো পাঠ্য অনেক
নিজেও একটু পড়ুন ।
শোনাচ্ছেন তো অনেক কথা
ওদের কথা ও শুনুন ।
আপনি তো চান জ্ঞান বিতরণ
ওদের দেখুন কি প্রয়োজন
যেমন ফসল চাচ্ছে ওরা তেমন টি বীজ বুনুন ।
একবার তো আঙুল দিয়ে
হালের ঐ বলদ দুটোর লাঙুল টাকে ধরুন ।


শবরী তো খুঁজছিলো কুল
একটু ও সে করেনি ভুল
মুক্তো দিয়ে ভুখ মেটেনা তাই ফেলেছে ছুঁড়ে ।
আপনি ব'সে বৃক্ষচূড়ে ;
শালের পাতায় খাদ্য মুড়ে
একবারটি নীচে নেমে ওদের মুখে ধরুন ।


আপনি ভাবেন পোষাক-পরা
ভাবেন নিজে বিদ্যেভরা
রাজপথেতে নামার আগে কাপড়টা তো পরুন ।


একবার তো কলম ছাড়া
সমাজটাকে দেবে নাড়া
এমনতরো অন্য কিছু--- ভিন্ন কিছু করুন ।


বলেছেন তো বাক্যি অনেক
ভণিতা এবার ছাড়ুন ।।