এখন সূর্য ডোবার সময় ,
এখন তো ছুটির সময় --
অথচ , অনেক কাজ বাকি থেকে গেল ।
বাকি থেকে গেল ,জীবনের যথাযথ সমলয়--
সমঞ্জস পুনর্বিন্যাস ।
বাকি থেকে গেল , মনের ভিতরে জ্ঞানের সঞ্চার --
শুদ্ধ প্রতিশব্দ যার অন্তর্দীপন ।
ইচ্ছের গাছগুলো অপুষ্পক র'য়ে গেল--
ঝারি ভ'রে নিষেক করেছি নিয়ত
নিষেবণে অভাব ছিলনা --
আশীর্বাদ আকাশের ও ছিল ।
যদিও বা বেঁচে আছে আজ ও ,
পাতারা ও রয়েছে সবুজ ...।


ডাক্তার বলেছিল ,' ছুটি নাও ,
স্বাস্থ্যের খাতিরে ,হাওয়া খেয়ে আস ,
পাহাড়ে কিংবা সাগরে ,
হৃদয়্টা হয়তো বা , প্রয়োজনে বদলাতে হবে ।'
মানেটা বুঝিনি !
হাওয়ার বদল না হয় মেনেই নিলাম
তা বলে , এ সুপ্রিয় হৃদয় ?
আর , হাওয়া ই তো খাই !
বৈদ্যুতিক পাখা , কনভার্টার এ সি--
শীতল কোমল হাওয়া
চারিদিকে নিশ্ছিদ্র রুদ্ধ জানালা --
আরো হাওয়া চাই ?
ডাক্তার জানে না ,
সিলিণ্ডারে ভরে নেওয়া অক্সিজেন ছাড়া
নিঃশ্বাসে বাইরের হাওয়া
অনভ্যস্ত আমার এই শরীর নেবে না !!