দুই নরেনের একজন জানি
বঙ্গে বিবেকানন্দ ;
আরেক নরেন আমোদে আছেন
করেছেন নোটবন্দ !
পরমহংস যেই বললেন
মাটি টাকা , টাকা মাটি
গুজরাটি যিনি সঙ্গে সঙ্গে
বুঝে ফেললেন খাঁটি ,
দলকে দিলেন নির্দেশ তিনি
যত পারো মাটি কেনো
পার্টির টাকার একটা পয়সা
মাটি হয়নাকো যেন !
বঙ্গী গেলেন ধর্ম-প্রচারে
মহাসভা সিকাগোয় ;
গুর্জরী যিনি ধরণী ঘোরেন
দিতে নিজী পরিচয় !!
কম কথা নয় , চাই-ওলা থেকে
দেশের প্রধান মন্ত্রী !
নিন্দুক যারা বিরোধী গোষ্ঠী
যত সব ষড়যন্ত্রী
কত কথা কয় সামনে পিছনে ।
কিছুই না যায় আসে
চীনে বা জাপানে পাকিস্থানেও
চলে যান প্রতি মাসে !
যিনি বোকা বড় গেরুয়া ধরেন
ছেড়ে ছূড়ে বাড়িঘর !
আরেক নরেন কোট যা পরেন
কোটি টাকা তার দর !!
পছন্দ তাঁর গেরুয়া কিন্তু
ত্যাগের প্রতীকী বর্ণে !
চিল্লায় যত আম আদমীরা
তোলেন না তিনি কর্ণে !!
তিনি তো জানেন ," শো রহা হ্যায়
চ্যানসে গরিব গুর্বো !
নিদকা গোলির খোঁজে যারা আজ
পথে বেরুলেই ধরবো !!"
" কালাধন তুমি বাড়িতে রেখেছো ?
সরাওনি ভেবেচিন্তে ?
পারতে সোনায় কনভার্ট করে ,
কিংবা প্রপার্টি কিনতে !!
ঠ্যালা বোঝো যারা ,সুইজারল্যান্ড
ব্যাঙ্কে খোলোনি খাতা !
কী আর বলবো !! তোমরা দেখছি
বোকার হদ্দ !! যা-তা !!!