হে প্রভু ,
ভক্ত হিসেবে আমি বড় নিষ্ঠাবান ।
যা ঝেড়েছি এতদিনে
কানাডায় কুঁড়ে কিনে
চলে যাবে টেনে টুনে কুড়িয়ে বাড়িয়ে ;
শ্রীচরণে দাও যদি স্থান ।
ক্যাডার হিসেবে আমি বড় ভাগ্যবান ।।
প্রভু , তব নিষ্ঠীবন অতি উপাদেয়
প্রভু তব বিষ্ঠা গন্ধহীন
হস্তটি রাখিও প্রভু মস্তকে আমার
ধন দাও , যশ দাও আমি অর্বাচীন ।
হে প্রভু ,
যতদিন রব পৃথিবীতে
বাঁধিব জুতার ফিতে
চাটিয়া পাদুকা পরিষ্কার !
ডানহস্তে ত্যজ বিষ্ঠা
দেখহ আমার নিষ্ঠা
বাম হস্তে ক'রে দেবো যাহা করিবার !
হইবে না কভু দেখো , সময়ের কভু অপচয় ।
প্রভু , নিঃসৃত তব বাক্ বড় মধুময় ।।
খাইয়াছি তব নুন
গাহিতেছি তাই গুণ
তা’বলে ভেবোনা কভু,প্রভু
যদি চান্স নাহি পাবো
অন্য পার্টিতে যাবো
ভাবিও না প’ড়ে রবো তবু ।।