ওই যেখানে ম্যাডক্স স্কোয়ার -
ওই যেখানে দুগগা পুজো -
কাণাগলি ধোবীখানার
ঐ যেখানে শেষ হয়েছে ,
লোহার গেটের কাছের বাড়ি
ওইখানে তার শিকড় ছিল ।


বীজ বোনা তার ওই মাটিতে
এই তারিখেই অঙ্কুরিত !
সেই সেদিনের ছোট্টো চারা
বাঁধন হারা শাখ ছড়িয়ে
শরীর শিরায় সঞ্চারিত । ।


তুলসী সে মোর অঙ্গনে আজ
এখন আমার আঙন সাজায় ;
ধুসর উঠোন উষর মাটি
তবু সাজে সবুজ পাতায় ।
তুলসী সাঁঝের পিদিম দ্যাখে,
আকাশ আঁধার ! কী আসে যায় !


শিকড়ে তার শুকনো মাটি
বাঁচতে খুঁজে রস তবু পায় !
ওই খানে তার শিকড় পোঁতা
এইখানে সে বিস্তারিত ।
ওই খানে তার জন্ম ভিটে
এই খানে সে উপস্থিত !


জন্মেছিল এমনি দিনে -
ষাট পেরুলো এইতো সেদিন !
দেখতে আমি থাকবোনাকো
এক শো পুরো হচ্ছে যেদিন ।