রামেরও বাবার ছিল -- তিনখানা বিয়ে !!
কখনো কি , কেউ , কিছু বলেছে এ নিয়ে ?
রামের সেদিক থেকে নারী-দোষ নাই !
রাবণও তো ধোয়া -মোছা -- শুনিতে যা পাই !
সীতাকে হরণ তিনি করেছেন বটে ,
বড় মানুষের নামে কত কি তো রটে !!
কিন্তু যা করেছেন ,-- সব রেগে মেগে ।
বোনের নাসিকা যদি কাটে বাণ দেগে --
বড় ভাই হয়ে ঘরে - থাকতে পারেন ?
অতএব , শোধ নিতে জানকী হরেন ।
কিন্তু , অশোকবনে ছোঁননিকো সীতা !
বিশ্বশ্রবা মুনি ছিল তাঁর পিতা !
শুনেছি তো , তিনি অতি শুদ্ধ মনোগেমি !
একান্ত ই আছিলেন নিকষার প্রেমী ।
পলিগেমি -- ব্যাপারটা রাক্ষসে নাই !
কেষ্টো -আদি দেবতাতে পুরাণে যা পাই !
কৃষ্ণের সহস্র গোপী , পাঁচখানা বৌ !!
ইন্দ্রের সহস্র চোখ -- জানেন কি কেউ ?
কারণটা কিছু নয় , -- গৌতম-নারী --
অহল্যা সতী তিনি -- তবু ভাব করি'
ইন্দ্রের সাথে প্রেমে যেই মজিলেন--
বশিষ্ঠ রেগে গিয়ে শাপ দানিলেন ।
যোনিচিহ্নে ভরে গেল ইন্দ্রের দেহ ।
ভিতরের কথা সব জানিল না কেহ ।
পাপ ছাপ দেহে তাঁর , - মরে যান লাজে ।
  দশা দেখে সকলের বুকে বড় বাজে ।
শেষ মেষ একদিন হইল উপায়
চিহ্ন সব চক্ষুরূপে গায়ে শোভা পায় ।


সূর্যকে মনে আছে ?-- কুন্তির সাথে --
আইবুড়ো মেয়েটার কলঙ্ক মাথে--
সেটা কি তখন ছিল সিঁদুরের রং ?
সতীপনা দেখিও না ! দেখিও না ঢং !!
কলঙ্ক দাগ সেই মনে  রাখে কর্ণ !!
বাপ আজ ড্রাইভার জাতে নীচু বর্ণ !!