জয়নগরের শাখায় তখন
ভালো কেজোদের মাঝে
ছিলো শাখামৃগ এক যে সহজ
যত সব বাজে কাজে !!
তুমি তো সুজাতা আবিষ্কর্তা !!
সে নাকি কবিতা লেখে !!
কবিতার দাগ যদিও জোয়ারে
মিটে যেতো পাললিকে !! (মনে আছে ? )
আজকে তোমার জন্মের দিনে
সব কেন মনে পড়ে ।
বেঁচে থাকো বোন এক শ' বছর
- পাতা যায় যাক্ ঝরে ।
বুদ্ধের মুখে পায়েসটা তোলো ,
নিজে ও একটু খেও !
আজকের শুভ
দিনে মনে মনে ,
আনন্দ মঠে যে ও ।
বোধিবৃক্ষের ফলের খবর
নিয়ে নিও সুজাতা !
পিনাকীদা'টা এমন ই বটে !
ভুল বকে যায়-- যা তা !!