তালাক তালাক তালাক
মৌলবীরা নিকার বেলায়
বড্ড বেশি চালাক !
বোরখা ঢেকেই চেনান
মোহর দিয়ে কেনান
মুসলমানে বরপণ নাই ;
থাকুক যত চিকের আড়াল
কবুল তিনি করান ।
ছাড়ান দেওয়ার সময়
নাই কো মিঁয়ার ভয়
মৌ-লোভীটির ইচ্ছে হলেই
ঠেঙ্গা তিনি দেখান ।
খোরপোষে নাই বালাই
পয়সা-খরচ নাই
হিন্দুরা তো হদ্দ বোকার
সেই অধিকার নাই ।
স্ত্রীধন ফেরৎ চাই
মেটাও খরচ-খাই
মাসের শেষে মাইনে গোনো
পয়সা কোথায় পাই !!
(অথচ আমাদের --)
ও সব বালাই নাই
যদ্দিন তুই মোর ঘরেতে
বিছানাতেই চাই !!
একটা গেলে নোতুন তবে
চাইলে আরো তিনটে হবে
তিন তালাকের হাত-তালিতে
চাইলে পেয়ে যাই !
শরিয়তে বিধান আছে
যেমন নাচায় তেমনি নাচে
নারীর আবার ইচ্ছে কি হে ?
শুনছো বিবির চারটে বিয়ে ?
আমরা মিঁয়া , জাতে ইমাম
দেবো আবার বিবির কি দাম ?
কখনো কি দেখছ এমন
বাঘ হয়ে ঘাস খাই ?
আমরা হলাম মর্দ জাতি
' তালাক ' আমার চাই !!
ঐ মেয়েটা ভারি
বদমাইসের ধাড়ি !!
কথায় কথায় কোর্ট কাছারি
পেয়েছে কি ? মামার বাড়ি ?
ইন্তেকা্লের পরে উয়ার
দোজখে ঠাঁই নাই !!
(বলে কিনা --!!)
তালাক তালাক তালাক !!
দেশের থেকে পালাক !
থাক্ বা না-থাক্ সোয়ামী সোহাগ
ভাগটা নিজের থাক্ !!
কোর্টকে বলিহারি !!
করল হুকুম জারি --
ফরমান টা খোদার উপর
করছে খোদাগিরি !!
মন্ত্রীমশাই বলেন ,
" সব কিছু কি জানেন ?
শরিয়তের বিধি বিধান ?
কোরান টা তো মানেন ?
নারী -পুরুষ সমান ?
কেমনতরো বিধান
সংবিধানে লিখলে হল ?
কোথায় আছে দেখান !!
সিদ্দিকুল্লা বলেই খালাস
" তিনি মুসলমান !!"
ছিলেন সেথা -তর্ক বাঁধে
এক সে লেখক জন --
জাতে তিনি মুসলমান ই
মুক্ত তাঁহার মন ;
নাম বলতে বাধা তো নাই
নামটি আবুল বাসার
তাঁর কথাটি সার
তিন তালাকের তালাক ভালো
হোক্ সে পগার পার !!