(" উই আর ইঁদুরের দেখ ব্যবহার ,
যাহা পায় তাহা কেটে করে ছারখার ;
কাঠ কাটে ,বস্ত্র কাটে ,কাটে সমুদয়
সুন্দর সুন্দর দ্রব্য কেটে করে ক্ষয় "
কে লিখেছিলেন এ মহতী বাস্তব কবিতা -- আমার জানা নেই । কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি । চার তলায় থাকি , ইঁদুরের উৎপাত টা নেই । তাই...)


ইঁদুরের ব্যাপারটা ঠিক, ভালো জানা নাই
তবে , উই-এর ব্যবহার বড়ই খারাপ !
যা ক্ষতি করছে তারা আমি জানি তাই !!
বাপরে বাপ !!
দুর্দশা যা করিতেছে --নাই পরিমাপ !!
জানেন না , ঐ পোকা
নয় কাণা , নয় বোকা
বেছে বেছে রামায়ন পুস্তক ও খুন !!
আপনারা হাসছেন ? হাসুন ! হাসুন !
করে দিছে কচুকাটা
ঋগ্বেদ সং হিতা
নিরুক্ত ভাষ্য সায়ন
পুরোনো পুরাণ বই !!
(আজ দেখি ,)খাটে ও ধরেছে উই ,
ভাবিতেছি এবে কোথা করিব শয়ন !!
ছিলনা যদ্যপি পাঠ্য এম এ সিলেবাসে
কেন, কঠ-- ডাল ভাত লইতাম গ্রাসে ;
ব্যাটারা বজ্জাত ভারি সেখানে ও লোভ ?
প্রথম থেকেই ছিল উইদের ক্ষোভ !!
উহাদের বাড়িঘর
ভেঙ্গেছিল রত্নাকর
বাল্মীকি হ'তে গিয়ে -সে কি মনে নাই ?
ভুলে গেছে ভাবছেন ? শোধ তোলে তাই !!
লাই দেওয়া উহাদের হয় নাই ঠিক
তখন ই উচিত ছিল দেখা চারিদিক
পেস্টিসাইডের ঠিক ব্যবহার
হয় নাই , তাই আজ এ গতি আমার !!
(তাই আজ ,)
বলে দি'ছি কৃষ্ণাকে -- ' তুই ভেঙে দিবি
দেখলেই বল্মীক-- মানে , উই ঢিবি !
ঢেলে দিবি এক মগ সাদা কেরোসিন !
সহ্য হয়না জ্বালা--আর প্রতিদিন !!
দেখিলেই যমালয়ে !!-- টিপে কর্ খুন ! "
আপনারা হাসছেন ? হাসুন ! হাসুন !!!