আহা ! উনি বড়ো কষ্টে কাটান,
ক্রিকেটার ! আফশোষ !!
অর্থকষ্টে ভুগছেন আজ
জাতীয় প্রধান কোচ ।
ডাক্তার ভালো কি করে দেখায়
পয়সা কোথায় - কি করে জোটায়
করছেন মহা শোচ !!
বোলিং করতে হোঁচোট খাইয়া
লাগে যদি পায়ে মোচ ।।
খাওয়ার পয়সা জোটে না বলেই
এ্যাডে ফ্যাডে যেতে হয় ।
তাও কি কুলোয় ? ম্যাচ ফিক্সিং
এমনি কি সাধে --বাধ্য হয়েই--
বুঝে গেছো নিশ্চয় ।।
-- " ঠিক বটে , আমি গাড়িটা জিতেছি--
নিয়ে যেতে হলে দেশে
খরচা তো আছে !!--ট্যাক্সের বোঝা
যদি নাই ছাড়ে শেষে !!
আমার তো ভাই ! ঐ ক'টা কার !
-- বলো না কি করে চলে ?
স্ট্যাটাসটা রাখা যায় কি বজায় ?
জানো না , ওদেশে
লোকেরা কি সব বলে !!
মাইনে বাড়াও ; ম্যাচ ফি বাড়াও !
কোচকে কয়েক কোটি !!
খেলার মানটা বাড়বে কি করে ?
ছেলে-মেয়েদের মুখে যদি আজ
না পারি জোটাতে রুটি !!
এই পোড়া দেশে আমাদের বলো ,
ক'জন রয়েছে কাছে ?
তোমরা তো আছো টেবিল বাজাতে
ভেবেছো কখনো এই পয়সাতে
ক্রিকেট কি করে বাঁচে !!
আমরাই দ্যাখো যত ক্রিকেটার
কাটাই অর্থ কষ্টে !
তোমাদের মতো ঘুষ কোথা আর
টেনে টুনে তাই ঘর সংসার
চলছে ঘসটে ঘসটে !!
আমাদের মত , আরো আছে কিছু
কিছু বলিউডী স্টার !!
চলেনা যাদের ঘর সংসার
কষ্টের নাই সীমা !
দরকারি তাই তাহাদের তরে
একটাকা ক'রে প্রিমিয়াম ভ'রে
করা সরকারী বিমা !!
আরেকটা কথা বলাটা হয়ত
হবেনা এখানে ঠিক !
এতো বড়ো দেশে প্রধান পোষ্টে
মোস্ট মিনিমাম
কার্যের দাম
মাসে মোটে  কোটি -
নয় একেবারে ঠিক
ধিক ! তোমাদের ধিক !! "
অতএব
ট্যাক্সো বাড়িয়ে -সুদটা কমিয়ে
বাঁচার ইচ্ছে একটু দমিয়ে
উপরি বাড়ুক একটু আধটু
বাঁচুক রাজনীতিক !!