হার্টসফিল্ড জ্যাকসনে কাল যাবো সকালে
বিস্যুৎ বার বেলা উড়ে যাবো হিথ্রো
টোকিওর ও'টাতে শনিবার বুলেটে
উড়ে এসে দাঁড়ে ফির দেখা হবে- মিত্রোঁ !!
পৌঁছোতে হবে ঠিক বারো বেজে বারোতে ;
মিয়ামি এয়ারপোর্টে কবে যেন ফ্লোরিডায় ;
বেইজিং ক্যাপিট্যাল ইন্টার ন্যাশন্যাল
চ্যাওয়াং শুইন্যির হাওয়াই আড্ডায় ।
কবে যেন ডেট আছে - জন এফ কেনেডি-
এয়ার পোর্টেতে এসে ট্র্যাম্প বসে থাকবে !
আমি ফের অক্সফোর্ডে গেস্ট ইনভাইটেড
স্পিচ দেওয়া সিডিউল আছে মূল পর্বে !
হার্লেম মারমিরে আমস্টারডামে নয়,
শিকাগোর ও'হারেতে ফ্লাইট ভোর পাঁচটায় !!
কখন কোথায় যাই শুধু সেই চিন্তায়
তাড়াহুড়ো উড়ানেতে মিস করি শেষটায় ।।
ব্ল্যাকমানি ধরা নিয়ে রিকোয়েস্ট এসেছে ,
শুধরোতে হবে ভুল যা বলে অমর্ত্য !!
ছুটোছুটি লেগে আছে , টাইম কোথায় পাই ?
বলুন তো আপনারা , আমার কি স্বার্থ ?
এর মাঝে যেতে হয় প্রতি মাসে ভারতে
ওখানের নাগরিক - এটা কর্তব্য !!
না হয় , একটু হোলো যাতায়াতে খরচা
নগন্য কয় কোটি -- নয় ধর্তব্য !!