॥ নতুন বছর ॥
-----------------
নতুন বছর এলে আমি মনে মনে প্রমাদ গুনি
বিগত বছরের ভুল ভ্রান্তি শুধরে নেবো এখনি,
এমন ভেবে কেটে গেলো কতক গুলো বেলা,
জিতল না তো ক্ষতির চেয়ে লাভের-ও ভেলা ।


নতুন বছর এলে আমি স্বপ্নাঙ্গন সাজাই
নতুন আশায় বুকটি বাধি, মনটিকে রাঙাই,
এমন ভাবে বছর বছর সাজে  মোর মন
বছর শেষে বয়স বাড়ে, হয়না সাধপূরণ।


নতুন বছর এলে আমি হিসেব নিয়ে বসি
খাতার পাতায় দেখি শুধু কাটাকুটি রাশি রাশি,
ভাগ্যে লাভের চেয়ে ক্ষতি বড়ো,পাপের চেয়ে পূন্য
পাওনা-দানা  মিলিয়ে দেখি হয়েছি আমি শূন্য।


নতুন বছর এলে আমি নতুন করে জাগাই আশা
পুরান স্মৃতির থেকে এবার নতুন স্মৃতি হইবে খাসা,
পুরান ভুল শুধরে নেব নতুন রংএ রাঙিয়ে
পুরান ব্যাথা ভুলব আজ নতুন সুখের পরশ নিয়ে।


নতুন বছর এলে আমি নতুন স্বপ্ন বুনি
বিগত বছর এমন ভাবেই ,শুরু হয়েছিলো তা জানি,
বছর শেষে হিসেব কষে দেখছি আমি তাই
লাভ-ক্ষতি সম সম এ বছরে,ব্যাতিক্রম এটাই।


নতুন বছর এলে আমি বলবো এবারে
পুরানো স্মৃতিতে ঢাকা পড়ে নবস্মৃতি বারে বারে,
হারিয়েছি যা তা ছিলো মোর কাছে জীবন সম
পেয়েছি যা জিজ্ঞাসিব উহারে, হবে কি তা রত্নসম?


বছর শেষে দেনা-পাওনা ,পাপ-পূন্যে র ভারে
একটি কথা উঠে আসছে অন্তরে বারে বারে,
দিকভ্রান্ত তিনটি নাও মিললো এবারে
নতুন বছরে আর্জি মোর রেখো যতনে উহারে ॥


                                               মুক্তমোন