হিমের পরশ জানান দেয়
কাশ বনেতে খুশি ছড়ায়,
মিঠেল রোদ সুর মিলিয়ে
আগমনীর বার্তা জানায়॥


রুপালী মেঘে ছেয়েছে আকাশ
শিউলি গন্ধে সিক্ত বাতাস,
মোদের মনে জাগছে উচ্ছ্বাস
প্রকৃতি তার-ই দিচ্ছে আভাস॥


পদ্ম শালুক হাওয়ায় দোলে
মন মেতেছে নব হিল্লোলে;
প্রকৃতি রূপের এমন ছটায়
দেবী পক্ষের আভাস মেটায়।।


ঢাকের আওয়াজ বাজছে তাই -
ঢ্যাং কুরাকুর কুর,
আসছেন মা আবার ঘরে
নয়কো বহু দুর।।


আসছে মা, দেবে আশিস,
মোদের কোলে নেবে টেনে !
প্রহর গোনা মোদের হবে শেষ
দেবীর অসুর নিধনে ।।
      
                ---MUKTOMON