ভালোবাসা দিয়েছিলে এ জীবনে
না বলে এসেছিলে অতি সন্তর্পণে;
বেঁধেছিলে মোর মন তোমার মনের সনে
লিখেছিলে মোর নাম তোমার হৃদয় মাঝখানে।


সময় গেছিলো থেমে হাতের উপর হাত রেখে
জীবন হয়েছিলো অচল তোমার ভালোবাসাতে;
ভাবিনি আমি হারিয়ে যাবো তোমার মন থেকে
সমর্পণ করেছিলাম নিজেকে নিজের ই অজান্তে।


চলে যাবো বহুদুর তোমার খনিকের অবহেলায়
দুখের স্মৃতিকে ভরাবো মোর সুখের স্মৃতি গাঁথায়;
দুর থেকে দেখবো তোমার অজান্তে তোমায়
মনের ঘরে বানাবো বাসা তোমার স্মৃতিকথায়।


সেদিন তুমি জানতে পারবে না যে
আমার মনে শুধুই তোমার স্মৃতি আছে;
তুমি তখন মগ্ন এক মায়াবিনীর রাজ্যে
আমি তখন তোমার মনে কিছু অবহেলার মাঝে।


খোঁজো যদি আমায় কোনদিন কোনখানে
মনের ঘরে উঁকি মেরে খুঁজো প্রথম সেখানে;
দেখবে আমি ঘুমিয়ে আছি সঙ্গপনে
তোমারি মনের মাঝে অতি যতনে।।