এমন কিছু দিন আছে, যখন শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে,
কিন্তু তুমি কোন স্টেশনে নেই, কোন ট্রেনের ছাদে দাঁড়িয়ে নেই।
তুমি আছো বিধ্বস্ত সার্চ ইঞ্জিনের কোন অদম্য ফলাফলে,
হারিয়ে যাওয়া লিঙ্কের অপর প্রান্তে, ভাঙা ওয়েবসাইটের জঞ্জাল কোডে।
এই দিনগুলোয় শহর জেগে ওঠে সুপারসনিক গতির ট্র্যাফিক জ্যামে,
হর্নের সিম্ফনি আর নিষ্ক্রিয় অ্যাম্বুলেন্সের ঝলকানি আলোয়।
আমার বুকের ভিতর চলে এক অবিরাম সার্চ,
তোমার নাম জপতে জপতে, অতীতের কোন পোস্টের কমেন্টে,
কোন ফেসবুক লাইভের হারিয়ে যাওয়া স্ট্রিমিংয়ে তোমাকে খুঁজে বেড়াই।
কিন্তু তুমি শুধুই একটি অব্যবহৃত হ্যাশট্যাগ,
ডিজিটাল যুগের বিলুপ্ত প্রজাতির মতো হারিয়ে যাওয়া প্রোফাইল পিকচার।
এই দিনগুলোয় রাত্রি আসে ভাঙা সফটওয়্যারের মতো,
ক্র্যাশ হয়ে যায় সব স্মৃতি, সব আশা।
আকাশ জুড়ে ঝুলে থাকে অসংখ্য নোটিফিকেশন,
কিন্তু তোমার কোনো মিসড কল, কোনো পড়া-যায়-না মেসেজ নেই।
আমি ভাসি ইন্টারনেটের অতল গভীরে,
ডুব দিই অজানা ফোরামের থ্রেডে,
খুঁজি তোমাকে কোনো গোপন চ্যাট রুমে, কোনো আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে।
কিন্তু তুমি শুধুই একটি স্পাম মেইল,
ডিলিট করার আগে শেষবারের মতো চোখে পড়া অসঙ্গত লাইন।
এমন কিছু দিন আছে, যখন শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে,
কিন্তু তুমি কোনো স্ক্রিনে নেই, কোনো ওয়াইফাই সিগনালে নেই।
তুমি আছো মধ্যরাতের স্টেশনে নিঃশব্দ ট্রেনের স্বপ্নের মতো,
হাতছানি দেওয়া, কিন্তু কখনো না-থাকা স্টেশনে, কখনো না-আসা ট্রেনে।