সময়ের পরিক্রমায় অনেক কিছু হারিয়ে যায়,
যেমন করে দিনের আলো হারিয়ে যায়
গহীন রাতের অন্ধকারে।
হয়তো সময়ের পরিক্রমায় হারিয়ে যায়
অনেকের ভালোবাসাও!
বদলে যায় কোন এক অজানা কারণে,
ভালোবাসার চিরচেনা সেই প্রিয় মানুষের
অতি পরিচিত রূপ।
বদলে যায় প্রতিশ্রুতি, জায়গা করে নেয় দূরত্ব।
সময়ের পরিবর্তনে নদীতে যেমন জোয়ার আসে,
ভাটা হয়, আবার কখনো কখনো
যৌবনময় ক্ষরস্রোতা নদী হারিয়ে ফেলে তার যৌবন।
ঠিক তেমনি কারো কারো জীবনে
অতি যত্নের ভালোবাসায় পড়ে ভাটা।
জায়গা করে নেয় ঘৃনা, বেড়ে চলে দূরত্ব।
শ্রুতিমধুর শব্দের পরিবর্তে জায়গা করে নেয় অধিকারহীন নানা রকমের বেরসিক শব্দ গুলো।
একের পর এক আছড়ে পড়ে বড় বড় সামুদ্রিক ঢেউ, হতে থাকে মনের ভিতর তীব্র জলোচ্ছ্বাস।
সবার অগোচরে হানা দেয়,
একের পর এক প্রলয়ঙ্কারী মহাপ্লাবন।
নিমিষেই সবকিছু লণ্ডভণ্ড করে,
একের পর এক গভীর ক্ষত তৈরি করে তবেই হয় ক্ষান্ত।
তবে তা সবই সময়ের লীলা!
কিছুটা সময়ের ব্যবধানে, কিছুটা নিয়তি মেনে
একটা সময় পরে হয়তো সব কিছু সয়ে যায়,
নয়তো সব কিছু ক্ষয়ে ক্ষয়ে অসার হতে হতে,
মনের অকাল মৃত্যু হয়ে সব কালের গহ্বরে
বেমালুম হারিয়ে যায়।
হয়তো কোন একদিন মনের বসতভিটায় সবার অলক্ষ্যে মনের অকাল মৃত্যু হয়ে,
ভালোবাসার হয়ে যায় সমাধি,
লোকচক্ষুর আড়ালে নিজের মনের অজান্তেই।