হতাম যদি সুরমা কাজল, তোমার দুটি চোখে।
পরতে তুমি আদর করে, সকল কাজের মাঝে।
আঁকতে সরু হালকা রেখা, ওই চোখের কোণে।
নয়ন জুড়ে থাকতাম বসে দিবানিশি সারাক্ষনে।


হতাম যদি অতি নগন্য ক্ষুদ্র একটি ছোট্ট টিপ।
পরতে তুমি কপাল মাঝে রোজই আমায় ঠিক।
রাখতে তুমি অতি যত্নে যুগল ওই ভ্রুয়ের মাঝে।
খুঁজতে তুমি আয়নাতে, প্রিয়জন কোথায় আছে।


হতাম যদি রঙ্গে মোড়া একটি ক্ষুদ্র লিপস্টিক।
তোমার ঠোঁটের পাপড়িগুলোর আঁকতে চারিদিক।
তোমার ঠোঁটে হাত বোলাতে আমায় হাতে নিয়ে।
চলতে তুমি যেথায় ই যাও আমায় ঠোঁটে দিয়ে।


হতাম যদি ঝুমকো পাশা, তোমার কানের দুল।
হতাম যদি গন্ধ বিলাসী ঐ খোঁপার বকুল ফুল।
হতাম যদি তোমার হাতের এক জোড়া কাকন।
হতাম যদি চলার ছন্দ তালে নুপুরের ঝনঝন।


হতাম যদি সোনায় জড়ানো তোমার গলার হার।
পরতে তুমি রোজ সকালে ওই সোনালী উপহার।
দেখতে আয়না নিয়ে কেমন তোমায় জড়িয়ে আছি।
তোমার সারা গলা জুড়ে কেমন তোমার কাছাকাছি।


হতাম যদি রাঙা বসন তোমার সোনালী অঙ্গ জুড়ে।
আমার রাঙা আঁচলখানি থাকত ওই কপাল জুড়ে।
হয়তো আদর সোহাগভরে জড়িয়ে নিতে আমায় তুমি।
তোমার মাঝে সারা সময়, তোমার মাঝে সদায় আমি।
                        -::-::-::-::-::-