মাথার উপর খড়ের চালা
                 মোজাইক করা নিচে।
তাহার উপর কার্পেট পাতা
                 দেওয়াল সব ভিজে।


খড়ের চালা পড়ছে খসে
                 সেদিকে নাই খেয়াল।
তাই তো দেশের দৈন্যদশা
                 এখনো রয়েছে বেহাল।


পায় না জিনিস প্রয়োজন
                 আসেনা কিছু কাজে।
কিছু মহলের কাজ দেখে
                 আমরা মরি লাজে।


বছর শেষে আসবে টাকা
                 শেষ হবে সাতদিনে।
অর্ধেক জিনিস পাওয়া যাবে
                  খরচ হবে গুনে।


নিয়মের নাফ ফাঁসে তাই
                    স্তব্ধ কাজের গতি।
সঠিক কাজ যায়না করা
                   পাছে সমাজের ক্ষতি।


ষোল আনা কাজের মধ্যে
                   চার আনা মাঝ পথে।
তার মধ্যে চার আনা
                  মধ্যস্বত্বভোগী লুটে।


যাদের জন্য এত কিছু
                 তারা পায় চার আনা।
ষোলো আনার এই তো হিসাব
                 বলতে সেটাও মানা।


রাস্তাঘাটে গাড়ীর ভাড়া
                 কখন ও ডবল লাগে।
অর্ধেক যার ন্যায্য মূল্য
                অর্ধেক নিজের ভোগে।


পিছুন পকেট ভর্তি হলে
                 তাতেই খুশি বেজায়।
থমকে দাড়াই কাজের গতি
                   হয় অর্থের অপচয়।
              ---- ০ ----