এক বেলায় যার হয়না শুরু
                    এক বেলায় যার শেষ।
এক বেলাতেই মান অভিমান
                  এক বেলায় তা বেশ।
এক বেলায় যা সবার মাঝে
                   এক বেলাতেই দূরে।
এক বেলাতেই ভাব বিনিময়
                     ঐক্য মন্ত্র সুরে।
এক বেলাতেই ঝগড়াঝাঁটি
                  এক বেলাতেই ভাব।
এক বেলাতেই গলাগলি
                  ভাবের নাই অভাব।
এক বেলাতেই ব্যথার পাহাড়
                 এক বেলাতেই সুখে।
এক বেলাতেই সুখের চাঁদর
                এক বেলাতেই দুখে।
এক বেলায় হয় যে আপন
                এক বেলাতেই পর।
এক বেলাতেই কাছের মানুষ
                  ভাঙছে কাচের ঘর।  
এক বেলাতেই ক্লান্ত পথিক
                শেষে সে পথ হারায়।
এক বেলাতেই হাজার বেলা  
                 শেষ হয় এক বেলায়।
                 ---- ০ ----
০৩/১০/২০১৪
নিজগৃহে- কুলবাড়িয়া
মুর্শিদাবাদ