সুখ নামের ঐ সুখ পাখিটি ধরে রাখা দাই।
সুখের পরশ দিয়ে শুধুই ধোঁকা দিয়ে যাই।
সুখের নেশায় শুধুই ছোটা দেয় না তবু ধরা।
সুখ ছুটে যাই দুখ ফিরে পায় সুখেই সর্বহারা।


আঁধার আসে ব্যথা নিয়ে আলো নিভে যায়।
আলোর খোঁজে পথ হারিয়ে কালো খুঁজে পায়।
আলো তবু দেয় না ধরা আশায় আশায় ঘুরে।
আলো যে তাই ক্ষণস্থায়ী কালোই আসে ফিরে।


জীবন নদী নিরবধি,বয়ে চলে সুখ দুঃখ নিয়ে।
ভাঙ্গাগড়ার নিত্য খেলায় যায় যে ব্যথা দিয়ে।
একূল ভাঙে ও কূল গড়ে নিত্য নদীর খেলা।
কখন বা দুকূল ভাঙে সকাল সন্ধ্যা বেলা।


কারোর সুখে কেউ সুখি হয় কেউ বা ব্যথা পায়
কারোর দুখে কেউ দুখি হয় কেউ বা ব্যথা দেয়।
কেউ ফেলে দেয় দামি খাবার ডাস্টবিনে গিয়ে।
কারোর ক্ষুধা হয় নিবারন সেই খাবার খেয়ে।


কেউ থাকে অট্টালিকায়,কেউ বা আকাশের নিচে।
কারোর মুখে সোনার চামচ জায়গা এসির নিচে।
খাট পালঙ্কে কেউ বা ঘুমায় মখমলের চাঁদর গায়ে।
কেউ বা ঘুমায় গাছের নিচে মশায় কাটে পায়ে।


হাজার ব্যথার পাহাড় জমে জীবনের গতি পথে।
দুঃখ টাকেই সুখ ভেবে দেখো জীবনে চলার পথে।  
সুখ দুঃখের চাওয়া পাওয়ায় সেই তো পরম সুখ।
দুঃখ টাকেই সুখ বলে দেখো তাতেই পাবে সুখ।
                   ---- ০ ----