হারিয়ে গেছে জীবন থেকে
                       পুরানো সেই দিন।
ফুরিয়ে গেছে মূল্যবোধ আর
                       সেই পুরানো ঋণ।


হারিয়ে গেছে বাগান থেকে
                     গাছের অনেক ফল।
পায়না খুঁজে আগের মত
                      সেই সুস্বাদু জল।


গাছপালা সব ধংস হয়েছে
                      খেজুর গুড় আর কই ?
মায়ের হাতে আর ওঠেনা
                        মুড়ি মুড়কি খই !


গ্রামে গঞ্জে পায় না খুঁজে
                    ভাদুই ধানের চাল।
মাঠ ঘিরে ও বাজার জুড়ে
                    বন্ধ্যা বীজের দল।


শুনতে পায়না সকালবেলায়
                   দোয়েল শ্যামার গান।
মৃদু হাওয়ায় নদীর তীরে
                  আর উঠেনা কলতান।


ফোটে না ফুল আগের মত
                   সকল বনের মাঝে।
বাজে না শঙ্খ জলে না প্রদীপ
                     সকল ঘরে সাঁঝে।  


হারিয়ে গেছে সবুজ ভূমি
                     পায় বিষাক্ত বায়ু।
বিষ বাতাসে আকাশ ভরেছে
                   কমছে পরম আয়ু।


মায়ের আঁচল হারিয়ে গেছে
                   নেই তো সেই নারী।
মা তো এখন আর পরে না
                   লাল পেড়ে সে শাড়ি।


কপাল জুড়ে আর পরে না
                     লাল টুকটুকে টিপ।
হেয়ার কাটে স্টাইল করে
                     ঠোটেতে লিপস্টিক।


বিবেক এখন দেয়না সাড়া
                  বিনয়ীর আহ্বানে।
মন্দ কথা অন্ধ ভাবে
                 নেয়তো সবাই কানে।


সমাজ থেকে হারিয়ে গেছে
                   পুরানো সামাজিকতা।
সবার থেকে হারিয়ে গেছে
                    নীতি ও নৈতিকতা।
               ---- ০ ----
১৩/১১/২০১৪
রাত্রি- ১১.৪৬