আমার ভাষা বাংলা ভাষা
                 বাংলা আমার গর্ব।
বাংলার মাটি সোনার মাটি
               বাংলায় আমার স্বর্গ।


বাংলা আমার প্রানের মাঝে
                 সোনার চেয়ে খাঁটি।
বাংলাতে গায় বাংলা বলে
                 চায়না পরিপাটি।


বাংলা আমার হৃদয় মাঝে
                 মেঠো সুরের গান।
বাংলা ছেড়ে চায় না যেতে
                 আমার খেয়ালি প্রাণ।


বাংলা মায়ের দামাল ছেলে
               বুকের রক্ত দিয়ে।
রক্তে ভেজা ক্ষত শরীরে
               ফিরল বাংলা নিয়ে।


বাহান্নর সেই সোনালি বিকেল
                  রক্তে হলো লাল।
একুশের খুনে ভিজিল যে পথ
                  অমর চিরকাল।


বাংলা ভাষা সবার আশা
                 বাঙ্গালির অবদান।
বাংলা হলো চেনা অচেনা
                 বীর যুবাদের দান।


এপার বাংলা ওপার বাংলা
                 মধ্যে তুচ্ছ ব্যবধানে।
বাবলা ভূমি ধন্য হলো
                 বরকতের অবদানে।


ভুলিনি শহিদ একুশের
                  সেই রক্তমাখা দিন।
তোমাদের খুনে বাংলা ভাষা
              কেমনে শোধিব ঋণ।
              *******