ইচ্ছে করে উড়িয়ে ডানা আকাশের ঐ ত্রিসীমানা
                 পার হয়ে যায় ছুটে।
সন্ধ্যায় বেলায় মিলিয়ে যাব আকাশের ঐ মাঝে
              যেথায় সন্ধ্যাতারা ফোটে।


ইচ্ছে করে মাঠের মাঝে চরায় গরু সবার সাথে
               ঢেউ খেলে যাক ধানে।
মাটির গন্ধে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ি মাঠে
           দক্ষিণ হাওয়া লাগুক প্রাণে।


ইচ্ছে করে নৌকা চেপে দাড় টেনে যায় নদীর বুকে
               মুক্তবনে মুক্ত খুঁজে আনি।
ইচ্ছে করে ঝিনুক তুলে মুক্ত নিয়ে ঝিনুক ফেলে
               উদাস মনে মুক্তমালা বুনি।


ইচ্ছে করে নদীর তীরে হাওয়া উড়া কাশফুলে
                  উদাসী হাওয়ায় ভাসি।
ইচ্ছে করে বিকেলবেলায় সাদা মেঘের ভেলায়
                   আবার ফিরে আসি।


ইচ্ছামতীর পাড়ে বসে বাঁজায় বাঁশি মাটির সুরে
              নদীর মাঝে উঠুক কলতান।
ইচ্ছে করে নুপুর পরে বাউল নাচুক দুহাত তুলে
             মেঠো পথে একতারারই গান।
                       ******
     25/09/2015 at 11.16 pm