মহার্ঘ্য বাড়ুক আরো এক লহমায় অনেক তোমার
আমার সেথায় থাকুন মাসে সাড়ে নয় হাজার।
কম পড়লে কমিয়ে নেবো নিজের চাওয়া পাওয়া
না চললে ছেড়ে দেবো সপ্তাহের মাছ খাওয়া।


মাংস না হয় খাবো আবার বছরে একদিন
জমবে যখন কিছু টাকা কমবে যখন ঋণ।
তোমার অনেক প্রয়োজন দিন চলেনা আর
আশিতেও অসন্তস্ট! তুমি দেখছো আঁধার।


নয়য়েও ভালোই আছি এক বসনেও বেশ
নয়য়ে বাঁধা স্বপ্ন গুলি নয়য়েই নিরুদ্দেশ।
তার বেশি সাধ্য নেই সাধের স্বপ্ন দেখার
তোমার সজীব স্বপ্ন আমার চোখে আঁধার।


তোমার ছেলে দামি গাড়ি চেপে নামী স্কুলে পড়বে
আমার ছেলে না হয় গ্রামের স্কুলেই জীবন গড়বে।
তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া আমার স্বপ্ন বাঁচার
তোমাদের হাতে যত্নে রোপিত মৃত্যু বীজ আমার।


থাকব আমি তোমার পাশে একটি চেয়ার নিয়ে
তুমি ঘুমাবে অট্টালিকায় আমি কুটিরে গিয়ে।
তোমার জন্য সুযোগ শত আমার জন্য অন্যায়
কেন বিভেদ বৈষম্য আমার জন্যও সাম্য চাই!
                       -:-:-:-:-:-