সে কি করল তোরে হারা ,
সে কি স্নিগ্ধপ্রাতে, নিশীথরাতে নাকি সান্ধ্যতারা ?
সে কি তোর আবেগঝরা মনে,
অনুরনে, অনুক্ষণে নাকি ভাবায় একলাক্ষণে ?
সে কি তোর আপন হতেও আপনজনে,
শিশির শীতে, দিন ফাগুনে, বসন্তেরো কালগুণে ?  
সে কি ভাবায় তোরে মধুর গানে ,
ব্যস্ত অতি, অলসতায়, সে হেয়ার মাঝে মন-গগনে ?
সে কি আজও তোরে বাসায় ভালো,
নয়নতারায়, আবেশ ছড়ায় নাকি দেখায় স্বপ্ন-আলো ?
সে কি তোরে ভাসাল চোখের জলে,
কাড়ল সে তোর সকলকিছু, তবু রইল ঐ অন্তস্থলে ?
সে কি তোর হরিল কি সকলকিছু,
প্রেমের বাঁধন ছিঁড়ল কি সে, মরলি কেঁদে তাহার পিছু ?
হারালি বটে, হারিসনি তুই, শোন না বটে মন,
হারাল তোরে, সে অভাজন, তোর মতো, এমন আপনজন।