ভেবে ছিলাম নিজের মত করে
রাখবো তোমায় জরিয়ে
বাসবো ভালো তোমায়
আমার মত,
আমার গোপন ঘরে,


কল্পনাতে ভেসে যেতাম
চেনা শহর ছেরে
ধরতাম হাতটি তোমার
হাজার ভীতির ভিরে
ফিরবো আবার সন্ধা হলে
মনের ও পথ ধরে,


রাতের তাঁরা দেখবো দু'জন
বসবো পাশা পাশি
দেখবো বসে অন্ধকারে
মন মাতানো হাসি
সহস্র তাঁরার ভীরে প্রহর রাশি রাশি,